১.যিনি ধর্মগুরু ও নিয়োগপ্রাপ্ত ( Episcopal Ordination )
২.প্রথা, রীতি ও নিয়ম ও আচার অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হবে।
৩. চার্চের ধর্মগুরু , পুরোহিত বা যেকোন Minister of religion এ আইনের অনুশাসনে লাইসেন্স প্রাপ্ত।
৪. অথবা কোন ম্যারেজ রেজিষ্ট্রার (বিবাহ নিবন্ধনকারী) যিনি আইনের অনুশাসনে বিবাহ দিতে পারবেন।
৫. যেকোন ব্যক্তি এই আইনে লাইসেন্স পেয়েছেন তিনি নেটিভ খ্রীষ্টিয়ানদের মধ্যে বিবাহ দিতে পারবেন।
যিনি বিবাহ দেবেন তাঁকে হতে হবে:
১.চার্চের দায়িত্বপ্রাপ্ত পাষ্টর।২. আইনে ম্যারেজ রেজিষ্ট্রার হিসেবে নিযুক্ত।
৩. পালক/ পুরোহিত অথবা চার্চের কর্মকর্তা যিনি লাইসেন্স প্রাপ্ত হয়েছেন।
ধারা -5