খ্রীষ্টিয় বিবাহ বিচ্ছেদ আইন 1869 - Divorce Act 1869
ডিভোর্স ল্যাটিন শব্দ হতে Mesea E toki অর্থ Separation from table and bed.
বিবাহ বিচ্ছেদ প্রথম আইনটি হয় নারীর স্বার্থ রক্ষার্তে, অন্য কোন কারণে নয়।
1. রোমে স্ত্রী ছিল স্বামীর সম্পত্তির মত।
2. জীবন রক্ষা ও শেষ করার ক্ষমতা স্বামীর ছিল যেমন ছিল দাসের জন্য। জীবন ও মৃত্যু ছিল স্বামীর খেয়াল খুশিমত । এর রোমান সিনেট আইন প্রথয়ন করলেন এতে পাওয়া গেল-
ক) ব্যভিচারের জন্য স্ত্রীকে হত্যা করা যাবে।
খ) এরপরও স্বামীকে অধিকার দেওয়া হলো স্ত্রীকে পরিত্যাগ করার।
মোশি যিহুূদীদের জন্য বিবাহ বিচ্ছেদ আইন দিলেন, এ আইন পাই 2 বিবরণ 24:1 পদে ,‘‘কোন পুরুষ কোন স্ত্রীকে গ্রহণ করিয়া বিবাহ করিবার পর যদি তাহাতে কোন প্রকার অনুপযুক্ত ব্যবহার দেখিতে পায়, আর সেই জন্য স্ত্রী তাহার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয়, তবে সেই পুরুষ তাহার জন্য এক ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটী হইতে তাহাকে বিদায় করিতে পারিবে।’
2য় পদে’ স্ত্রীর অন্য স্বামী গ্রহণের অধিকার পাই, ‘‘ আর সেই স্ত্রী তাহার বাটী হইতে বাহির হইবার পর গিয়া অন্য পুরুষের স্ত্রী হইতে পারে।’’
দেয়া যায় মোশি-
1. মহিলাদের বিবাহ বিচ্ছেদের অধিকার দেননি।
2. কোর্টে আবেদন জানালে স্বামীকে তালাক নাম দিতে পারতো।
3. মোশির সময় অবৈধ সম্পর্কের জন্য স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটতো( এমনকি পাথর মেরে মারার অধিকার পর্যন্ত ছিল।) তবে পুরুষের বেলায় এ বিধান ছিল না।